Menu

ubuntu

sharif

উবুন্টু (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

উবুন্টু (উচ্চারণ: /uːˈbuːntuː/ অথবা /uːˈbʌnˌtuː/)[৮][৯] একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি ডেবিয়ান লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা নিজেশ্ব ডেস্কটপ পরিবেশ ব্যবহার করে থাকে, এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হিসাবে বিতরণ করা হয়ে থাকে।
দক্ষিন আফ্রিকার একটি প্রচলিত প্রবাদ উবুন্টু থেকে এর নামকরণ করা হয়েছে। এই শব্দের অর্থ হল "অপরের জন্য মানবতা"। [১০] উবুন্টু নিয়মিতভাবে যুগপোযোগী এবং স্টেবল অপারেটিং সিস্টেম প্রকাশ করে আসছে। সাধারণ ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা এই অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্যতা, ব্যবহারের স্বাধীনতা, নিয়মিত প্রকাশ এবং সহজ ইনস্টলেশন-এর প্রতি বেশি মনোযোগ দেয়া হয়ে থাকে। ওয়েব ভিত্তিক পরিসংখ্যান থেকে দেখা যায় যে, ডেক্সটপ লিনাক্স ব্যবহারকারীদের প্রায় ৫০%[১১][১২] উবুন্টু ব্যবহার করেন। এবং সার্ভারের ক্ষেত্রে প্রথম সারির অপারেটিং সিস্টেমে সমূহের মধ্যে উবুন্টু রয়েছে।[১৩]
উবুন্টুতে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর ভিত্তি করে। এর অধিকাংশই ফ্রি সফটওয়্যার লাইসেন্সের অধিনে প্রকাশিত। এই ধরনের সফটওয়্যার সাধারণভাবে মুক্ত সফটওয়্যার নামে পরিচিত। তবে মূল লাইসেন্স হিসাবে ব্যবহার করা হয় GNU General Public License (GNU GPL) এবং GNU Lesser General Public License (GNU LGPL)। এই লাইসেন্সে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ব্যবহারকারীরা এটি চালানো, কপি করা, বিতরণ করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা এবং এর উপর ভিত্তি করে নতুন কোন সফটওয়্যার প্রকাশের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। ক্যানোনিকাল লিমিটেড নামের যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান উবুন্টুর প্রধান পৃষ্ঠপোষক। মার্ক শাটলওয়ার্থ নামের দক্ষিণ আফ্রিকান এক উদ্যোক্তা এই প্রতিষ্ঠঅনের মালিক। উবুন্টু ফ্রি এবং মুক্ত সফটওয়্যার হিসাবে বিতরণের উদ্দেশ্যে ক্যানোনিকাল কমিউনিটি ডেভলপারদের সহযোগীতা নিয়ে থাকে। উবুন্টু, অপারেটিং সিস্টেম হিসাবে বিক্রি করে লাভবান না হয়ে উবুন্টু ভিত্তিক বিভিন্ন সেবা এবং পেশাদার মানের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মুনাফা লাভ করে থাকে।
ক্যানোনিকাল, উবুন্টু ডেক্সটপ সংস্করণ ছাড়াও আরও তিনটি উবুন্টু ভিত্তিক অপারেটিং সিস্টেমে সহযোগীতা করে থাকে। এগুলি হল কুবুন্টু, এডুবুন্টু এবং উবুন্টু সার্ভার সংস্করণ। এডুবুন্টু সংস্করণটি উবুন্টু শিক্ষামূলক সংস্করণ নামেও পরিচিত। এছাড়াও স্থানীয় ভাষার এবং নির্দিষ্ট হার্ডওয়্যারের উপযোগী উবুন্টু ভিত্তিক আরও বেশ কিছু ডিস্টিবিউশন রয়েছে। [১৪]
ক্যানোনিকাল প্রতি ৬মাস পরপর উবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করে থাকে। সাধারণভাবে এই সংস্করণসমূহ ব্যবহার করার ক্ষেত্রে পরবর্তী ১৮ মাস পর্যন্ত সহযোগীতা করা হয়ে থাকে। নিরাপত্তা ত্রুটি,প্যাচ, সফটওয়্যার সমূহ এবং মূল অপারেটিং সিস্টেমের বাগ ইত্যাদি সংশোধন করা এবং সফটওয়্যার সমূহের ছোট আপডেট সমূহ প্রকাশ করা হয়ে থাকে। এলটিএস বা লং টার্ম সাপোর্ট সংস্করণ সমূহ প্রতি দুই বছর[১৫] পর পর প্রকাশ করা হয়ে থাকে এবং এর ডেক্সটপ সংস্করণ পরবর্তী তিন বছর এবং সার্ভার সংস্করণগুলি ব্যবহারে পরবর্তী পাঁচ বছর[১৬] সহায়তা করা হয়ে থাকত, যদিও উবুন্টু ১২.০৪ থেকে ডেক্সটপ সংস্করণ এবং সার্ভার সংস্করণগুলি ব্যবহারে পরবর্তী পাঁচ বছর [১৭] হালনাগাদসহ এবং অন্যান্য সহায়তা দেওয়া হবে । বর্তমানে উবুন্টুর সর্বশেষ সংস্করণ হল উবুন্টু ১২.০৪(প্রিসাইস প্যাঙ্গলিন)। এটি একটি এলটিএস সংস্করণ এবং এটি প্রকাশিত হয় ২৬ এপ্রিল, ২০১২ তারিখে।

ইতিহাস এবং উন্নয়ন

উবুন্টু তৈরি করা হয়েছে ডেবিয়ান কোডের উপর ভিত্তি করে।[১৮] উবুন্টু তৈরি করা অন্যতম প্রধান লক্ষ্য হল প্রতি ছয় মাস অন্তর একটি করে নতুন সংস্করণ প্রকাশ করা যার ফলে দ্রুত সিস্টেমের আপডেট করা সম্ভব হবে। উবুন্টুর এপ্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০ অক্টোবর, ২০০৪।[১৯]
উবুন্টুর প্রতিটি সংস্করণ প্রকাশিত হয় ছয় মাস পর পর।[২০] ডেবিয়ান ভিত্তিক অন্যান্য সংস্করণসমূহ যেখানে ব্যাপকভাবে মালিকানাধীন এবং মুক্ত সোর্স নয় এমন সফটওয়্যার প্রকাশ করে থাকে সেখানে উবুন্টুতে প্রধানত ফ্রি(লিবরে) এবং মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তবে মালিকানাধীন হার্ডওয়্যার ড্রাইভারের ক্ষেত্রে এই বিযয়টি কিছুটা আলাদা। [২১]
উবুন্টু প্যাকেজসমূহ ডেবিয়ান আনস্টেবল ব্রাঞ্চের প্যাকেজ এর উপর ভিত্তি করে তৈরী। উভয় অপারেটইং সিস্টেমই ডেবিয়ানপর ডেব প্যাকেজ ফরম্যাট এবং প্যাকেজ ব্যাবস্থাপনা টুল এপিটি এবং সিন্যাপটিক ব্যবহার করে তবে উবুন্টু ১২.০৪ থেকে সিন্যাপ্টিক প্রাথমিকভাবে ইন্সটল করা থাকে না। এই বিষয়টি বাধ্যতামূলক নয় যে উবুন্টু এবং ডেবিয়ান প্যাকেজসমূহের বাইনারী ফরম্যাট পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় .deb ফরম্যাটের প্যাকেজসমূহ উবুন্টুতে ব্যবহার উপযোগী করার জন্য নতুন করে সোর্সকোড থেকে কম্পাইল করতে হয়।[২২]অনেক উবুন্টু ডেভলপার ডেবিয়ানের মূল প্যাকেজসমূহ ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন। অনেকক্ষেত্রে প্যাকেজসমূহের উন্নত সংস্করণ প্রকাশ করে ডেবিয়ান ডেভলপমেন্টে সহযোগীতা করে।[২৩] তবে এই ধরনের ঘটনা খুব কমই ঘটে থাকে এবং তাই এটি নিয়ে বেশ সমালোচনা হয়ে থাকে। অতীতে ডেবিয়ানের প্রতিষ্ঠাতা ইয়ান মুরডক শঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে,সঙ্গতিপূর্ণ রাখার জন্য উবুন্টু প্যাকেজসমূহ সম্ভবত ডেবিয়ানের মূলধারা থেকে দূরে সরে যাচ্ছে।[২৪] প্রকাশের কিছু দিন আগে নিয়মিতভাবে ডেবিয়ান আনস্টেবল প্যাকেজসমূহ ইম্পোর্ট করা হয় এবং উবুন্টুর বিশেষ বৈশিষ্টসমূহ সংযোজন করে নতুন প্যাকেজ তৈরি করা হয়। এবং প্রকাশের একমাস পূর্বে ইম্পোর্ট করার ব্যবস্থা বন্ধ করে দেয়া হয় এবং সেই সময় নতুন সংযোজিত বৈশিষ্টসমূহ পরীক্ষা করে কার্যকরী করে তোলার বিষয়ে গুরুত্ব দেয়া হয়ে থাকে।
বর্তমানে উবুন্টুর প্রধান অর্থায়নকারী হল ক্যানোনিকাল লিমিটেড। ৮ জুলাই, ২০০৫ সালে মার্ক শাটলওয়ার্থ এবং ক্যানোনিকাল লিমিটেড এর পক্ষ থেকে উবুন্টু ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষনা দেয়া হয়। এবং চালু হওয়ার সময় প্রাথমিকভাবে ১০ মিলিয়ন ডলার মূলধন দেয়া হয়। ভবিষ্যতে উবুন্টুর সকল ধরনের উন্নয়ন এবং সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই ফাউন্ডেশনটি তৈরি করা হয়। মার্ক শাটলওয়ার্থ এই মূলধনকে একটি জরুরী তহবিল হিসাবে ব্যাক্ষা করেছেন। কোন সময় যদি ক্যানোনিকাল এর সহযোগীতা বন্ধ হয়ে যায় সেসময় এই উবুন্টুর উন্নয়নে এই ফান্ড ব্যবহার করা হবে। [২৫]
উবুন্টু ১২.০৪, সর্বশেষ লং টার্ম সাপোর্ট(এলটিএস) সংস্করণ যেটি প্রকাশিত হয় ২৬ এপ্রিল, ২০১২ তারিখে।প্রতি দুই বছর পর পর ক্যানোনিকাল এই ধরনের এলটিএস সংস্করণ প্রকাশ করে থাকে। উবুন্টু ১২.১০ কোয়ান্টাল কুইটজাল হল উবুন্টুর পরবর্তী সাধারণ সংস্করণ। ২০১২ সালের অক্টোবর মাস এটির সম্ভাব্য প্রকাশের তারিখ। [২৬]
১২ মার্চ ২০০৯ তারিখে উবুন্টু ডেভলপারদের সহযোগীতায় তৃতীয়পক্ষের ক্লাউড ব্যবস্থাপনা প্লাটফর্ম, যেমন আমাজোন ইসি২ প্লাটফর্মের জন্য কাজ শুরু করার কথা জানায়।[২৭]
৩১ শে অক্টবর ২০১১ তারিখে মার্ক শাটলওয়ার্থ ঘোষোণা করেন যে উবুন্টু ১৪.০৪ থেকে, উবুন্টু স্মার্ট ফোন, ট্যাবলেট, টিভি এবং স্মার্ট স্ক্রিনে সাপোর্ট করবে।[২৮] ২০১২ জানুয়ারি ৯ তারিখে, ক্যানোনিকাল কনজুমার ইলেক্ট্রনিক্স সো তে উবুন্টু টিভি এর ঘোষোণা দেয়।[২৯][৩০][৩১][৩২][৩৩]

বৈশিষ্ট্য

উবুন্টুতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এর ব্যবহারযোগ্যতার উপর।[৩৪] ইউবিকুইটি নামে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। এটি লাইভ সিডি এনভাইরনমেন্ট থেকে কোন রিস্টার্ট করা ছাড়াই সম্পূর্ণ ইনস্টলেশন সম্পন্ন করে। অনেক বেশি মানুষের কাছাকাছি পৌছাতে উবুন্টুতে accessibility এবং internationalization এর কাজগুলিও করা হয় গুরুত্বের সাথে করা হয়। উবুন্টু ৫.০৪ সংস্করণ থেকে ডিফল্ট ক্যারেক্টার এনকোডিং হিসাবে ইউনিকোড ব্যবহার শুরু করা হয়েছে।[৩৫] এর ফলে উবুন্টু রোমান নয় এমন স্ক্রিপ্ট সমূহে ব্যবহার সহজ হয়ে যায়। প্রশাসনিক কাজসমূহ করার জন্য এখানে sudo নামে একটি টুল ব্যবহার করা হয়। এটি নিরাপত্তা বৈশিষ্টসমূহ অক্ষুন্ন রেখেই সাধারণ ব্যবহারকরীদের সাময়িকভাবে প্রশাসনিক কাজসমূহ করার সুযোগ করে দেয়। এখানে রুট অ্যাকাউন্টটি বন্ধ করা থাকে এবং অভিজ্ঞ বা দক্ষ নয় এমন ব্যবহারকারীরা যেন সিস্টেমের অনাকাঙ্খিত বা নিরাপত্তা ব্যবস্থার কোন ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা থাকে।[৩৬] পলিসিকীট নামে একটি ব্যবস্থা সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, এটি সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ডেক্সটপ ব্যবহারকারীদের নূন্যতম প্রশাসনিক কাজ করার সুযোগ দেয়।
প্রাথমিক ভাবেই উবুন্টুর সাথে বেশ কিছু সংখ্যক প্রয়োজনীয় সফটওয়্যার দেয়া থাকে। এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথেই এই সফটওয়্যারসমূহ ইনস্টল হয়ে যায়। এই তালিকায় রয়েছে ওপেন অফিস.অর্গ, ফায়ারফক্স, এমপ্যাথি (৯.১০ এর আগের সংস্করণসমূহে এটির পরিবর্তে পিজিন যুক্ত থাকত), ট্রান্সমিশন, গিম্প(১০.০৪ এর আগের সংস্করণসমূহে ডিফল্ট ছিল), সেই সাথে কিছু ছোট আকারের কিছু খেলার সফটওয়্যার যেমন সুডুকু, দাবা ইত্যাদি। এছাড়া যেসকল সফটওয়্যার ডিফল্টভাবে ইনস্টল করা থাকে না সেগুলি উবুন্টু সফটওয়্যার সেন্টার অথবা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে ইনস্টল করা যাবে। উবুন্টুতে ফায়ারওয়ালের মাধ্যমে নেটওয়ার্ক পোর্ট সাথে যুক্ত অংশসমূহের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ব্যবহারকারীরা Gufw নামের সফটওয়্যারটি ব্যবহার করে পছন্দমত নেটওয়ার্ক ফায়ারওয়াল কনফিগার করা যাবে।[৩৭] জিনোম ডিফল্টভাবে ৪৬টি ভাষা সমর্থন করে।[৩৮] ওয়াইন নামের একটি সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য ডিজাইন করা অনেক সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস উবুন্টুতে ব্যবহার করা যাবে। ওয়াই অথবা ভার্চিয়াল বক্স অথবা ভিএমওয়্যারের মত ভার্চুয়াল মেশিনের মাধ্যমে এই সফটওয়্যারসমূহ ব্যবহার করা যায়।
ব্যবহারযোগ্যতার প্রতি উবুন্টু-র মনোযোগের প্রতিফলন ঘটেছে sudo টুলটির ব্যাপক ব্যবহারে; এটির মাধ্যমে ব্যবহারকারীরা superuser অ্যাকাউন্ট এ লগ-ইন না করেই নিরাপদে প্রশাসনিক কাজ করতে পারেন। উবুন্টু চালাতে ২৫৬ মেগাবাইট র‌্যাম প্রয়োজন; আর হার্ডডিস্কে এটি ইনস্টল করতে ৪ গিগাবাইট জায়গার প্রয়োজন।
[সম্পাদনা]ইনস্টল পদ্ধতি

উবুন্টু ১০.০৪ এলটিএস লাইভ সিডি ডেস্কটপ
উবুন্টু ইনস্টল করার জন্য সাধারণভাবে লাইভ সিডি ব্যবহার করা হয়। উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা ছাড়াই সরাসরি সিডি থেকে ব্যবহার করা যায়। তবে লাইভ সিডি ব্যবহার করা হলে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমের অনেক সুবিধাই এখানে পাওয়া যাবে না। মূলত অপারেটিং সস্টেমটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া এবং হার্ডওয়্যার এবং ড্রাইভার সমূহের compatibility পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটি বিশেষ কার্যকর। একই সাথে সিডিতে উইবিকুইটি ইনস্টলার নামে একটি সফটওয়্যার দেয়া থাকে।[৩৯] যেটি ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে ইনস্টলের ব্যাপারে সহায়তা করে। প্রথম সংস্করণ থেকে এর পরবর্তী প্রতিটি সংস্করণের সিডি ইমেজ উবুন্টু ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।[৪০] সিডি থেকে ইনস্টল করার জন্য নূন্যতম ২৫৬মেগাবাইট মেমরী প্রয়োজন।
ব্যবহারকারীরা উবুন্টু ডিস্ক ইমেজ (.iso) ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। সিডি, ডিভিডি এর মাধ্যমে অথবা পেন ড্রাইভ অথবা হার্ডডিস্কে ইনস্টল করে বা লাইভ হিসাবে এটি ব্যবহার করা যাবে। এছাড়া ARM, PowerPC, SPARC এবং IA-64 প্লাটফর্মের উপযোগী উবুন্টু পাওয়া যাবে। তবে এখান থেক শুধুমাত্র ARM ব্যবহারে অফিসিয়াল সমর্থন দেয়া হয়। [৪১]
ক্যানোনিকাল এর পক্ষ থেকে উবুন্টু[৪২] এবং কুবুন্টুর[৪৩] সিডি বিনামূল্যে বিতরণ করা হয়। এমনকি প্যাকেজিং এবং পরিবহন খরচসহ এই সকল সিডি পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে। শিপইট নামের একটি সেবার মাধ্যমে এটি পরিচালনা করা হয়।
মাইক্রোসফট উইন্ডোজ মাইগ্রেশন টুল নামের একটি মাইগ্রেশন সহায়ক ব্যবহার করে কম্পিউটারে ইনস্টল রয়েছে এমন কোন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বুকমার্ক, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সহ আরও বেশকিছু ব্যক্তিগত সেটিং ইম্পোর্ট করা যাবে। নতুন করে উবুন্টু ইনস্টলের সময়[৪৪] এই অপশনটি ব্যবহার করা যায়। এপ্রিল ২০০৭ সালে এই সুবিধাটি সর্বপ্রথম চালু করা হয়।[৪৫]
উবুন্টু এবং কুবুন্টু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট করা যায়।[৪৬] তবে এক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের বায়োসে ইউএসবি থেকে বুট করার অপশন থাকতে হবে। ফ্ল্যাশ ড্রাইভ থেকে চালানোর সময় কোন পরিবর্তন করা হলে সেটি সংরক্ষণ করারও ব্যবস্থা রয়েছে এখানে। এভাবে ইনস্টল করার পর ইউএসবি থেকে বুট করা সমর্থন করে এমন যে কোন পিসি থেকেই এটি ব্যবহার করা যাবে।[৪৭] উবুন্টুর সাম্প্রতিকতম সংস্করণসমূহে লাইভ ইউএসবি ক্রিয়েটর নামে একটি সফটওয়্যার দেয়া থাকে যার মাধ্যমে লাইভ ইউএসবি তৈরি করা যাবে।
লাইভ সিডিতে উইবি নামে একটি সফটওয়্যার থাকে।[৪৮] এটি ব্যবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভেতর অন্যান্য সাধারণ প্রোগ্রামের মত ইনস্টল করা যায়। এভাবে ইনস্টল করা হলে উইন্ডোজ ব্যবাহরকারীর হার্ডডিস্কে নতুন কোন পার্টিশন করতে হয় না। এখানে ডিফল্টভাবে উইন্ডোজ মাইগ্রেশন অ্যাসিস্টেন্ট ব্যবহার করে উইন্ডোজের সেটিংস সমূহ আমদানি করা হয়। তবে এই পদ্ধতিতে ইনস্টল করা হলে উবুন্টুর সকল অপশন পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা যায় না।
[সম্পাদনা]অভ্যন্তরস্থ বস্তু
উবুন্টু গনোম ডেস্কটপ সিস্টেমের উপর ভিত্তি করে গড়ে উঠত কিন্তু উবুন্টু ১১.০৪ থেকে ইউনিটি ডেস্কটপের উপর গড়ে উঠছে, যেটি প্রচুর আধুনিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনসহ নির্দিষ্টভাবে ফ্রি, সহজ এবং ভাল ইন্টারফেস প্রদান করে। [৪৯] ইউনিটি মধ্যকার সফ্টওয়্যারের পাশাপাশি , উবুন্টুতে রয়েছে ওপেনঅফিস.অর্গ বর্তমানে লিব্রেঅফিস, মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এবং গিম্প গ্রাফিক্স সম্পাদক। এতে রয়েছে গান শোনার জন্য রিদমবক্স মিউজিক প্লেয়ার, মুভি দেখার জন্য টোটেম মুভি প্লেয়ার এবং আরও অনেক কিছু।
[সম্পাদনা]ডিস্ক
৬.০৬ সংস্করণ লাইভ সিডি এবং ইনস্টল সিডি কে একত্রিত করে একটি কম্প্যাক্ট ডিস্ক ছেড়েছে। এই ডিস্কটি ইনস্টলেশন ছাড়াই বুট হয়ে সব রকম ফিচার সমৃদ্ধ ডেস্কটপে চলে আসে এবং পরবর্তীতে Ubiquity গ্রাফিক্যাল ইনস্টলারের সাহায্য ইনস্টল করা যায়। ইনস্টলেশন প্রক্রিয়াটি লাইভ ডেস্কটপের সকল ডকুমেন্ট অক্ষত রাখে। টেক্স-মোডে ডেবিয়ান-ইনস্টলার ব্যবহার করে ইনস্টল হওয়া ডিস্কও ডাউনলোডের জন্য পাওয়া যায়।
[সম্পাদনা]সংস্করণ

প্রতিবছর উবুন্টুর দুটি করে সংস্করণ প্রকাশিত হয় এবং প্রকাশের বছর এবং মাস এর উপর ভিত্তি করে এর সংস্করণ নম্বর নির্ধারণ করা হয়ে থাকে। উদাহারণ স্বরূপ উবুন্টুর প্রথম সংস্করণনের কথা বলা যেতে পারে। এই সংস্করণটি ছিল উবুন্টু ৪.১০ যেটি ২০ অক্টোবর, ২০০৪ সালে প্রকাশিত হয়েছিল[৫০]। ভবিষ্যতে উবুন্টুর ভার্সন নম্বর নির্ধারণ করার ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হবে। কোন কারণে নির্ধারিত মাসে প্রকাশিত না হলে এর ভার্সন নম্বরও সয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
উবুন্টু সংস্করণ সমূহের একটি বিকল্প কোড নাম দেয়া হয়। একটি বিশেষন এবং একটি প্রাণীর নামের সমন্বয়ে এটি তৈরি করা হয় (উদাহারণ: ইন্ট্রাপিড আইবেক্স, কারমিক কোয়ালা ইত্যাদি)। কোন নাম সমূহ ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ি নির্ধারণ করা হয়। তবে উবুন্টুর প্রথম তিনটি সংস্করণ এর ব্যাতিক্রম ছিল। বর্ণক্রমিক হওয়ায় নতুন সংস্করণসমূহ সহজেই চিহ্নিত করা যায়। সাধারণ ভাবে উবুন্টুর বিভিন্ন সংস্করণ বুঝাতে কোড নামের বিশেষণ অংশটি ব্যবহৃত হয়।[৫১]
উবুন্টুর সংস্করণসমূহ জিনোম এর নতুন সংস্করণ প্রতি ছয় মাস পর পর প্রকাশিত হয়। কিছু নির্বাচিত সংস্করণ যেমন উবুন্টু ৬.০৬ ডেমার ড্রেক, উবুন্টু ৮.০৪ হার্ডি হ্যারন, উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স ইত্যাদিকে লং টার্ম সাপোর্ট(এলটিএস) সংস্করণ বলা হয়। এই সংস্করণের ডেক্সটপ ভার্সন পরবর্তী তিন বছর এবং সার্ভার সংস্করণ ব্যবহারে পরবর্তী পাঁচ বছর সহায়তা করা হয়[৫২] কিন্তু উবুন্টু ১২.০৪ প্রিসাইস প্যাঙ্গলিন থেকে ডেস্কটপ এবং সার্ভার দুইটি সংস্করনেই এই সেবা পাঁচ বছর দেওয়া হয়। এই সময়ে মূল সিস্টেম, সফটওয়্যারসমূহ এবং নিরাপত্তা আপডেট সমূহ প্রদান করা হয়। অপর দিকে এলটিএস নয় এমন সংস্করণ সমূহ ব্যবহারের সহয়তা করা হয় পরবর্তী ১৮ মাস পর্যন্ত[৫৩]
উবুন্টুর সর্বশেষ সংস্করণ হল ১২.০৪ প্রিসাইস প্যাঙ্গলিন (এলটিএস), প্রকাশিত হয়েছে ২৬ এপ্রিল ২০১২ তারিখে।
উবুন্টু পরবর্তী সংস্করণ হবে ১২.১০ কুয়ান্টাল কুইজল। আগামী ১৮ অক্টোবর ২০১২ (১৮/১০/১২) এটির প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। সাধারণত উবুন্টু সংস্করণসমূহ মাসে শেষের সপ্তাহে প্রকাশিত হয় ।

সংস্করণ কোড নাম প্রকাশের তারিখ সাপোর্ট দেয়া হবে
ডেক্সটপ সার্ভার
৪.১০ ওয়ার্টি ওয়ার্টহগ ২০ অক্টোবর ২০০৪[৫৪] ৩০ এপ্রিল ২০০৬
৫.০৪ হোয়ারি হেজহগ ৮ এপ্রিল, ২০০৫[৫৫] ৩১ অক্টোবর, ২০০৬
৫.১০ ব্রিজি ব্যাজার ১৩ অক্টোবর, ২০০৫[৫৬][৫৭] ১৩ এপ্রিল, ২০০৭
৬.০৬ LTS ড্যাপার ড্রেক ১ জুন, ২০০৬[৫৮][৫৯][৬০] ১ জুন, ২০০৯ ১ জুন, ২০১১
৬.১০ এজি এফ্ট ২৬ অক্টোবর, ২০০৬[৬১][৬২] ২৫ এপ্রিল, ২০০৮
৭.০৪ ফেস্টি ফাউন ১৯ এপ্রিল, ২০০৭[৬৩] ১৯ অক্টোবর, ২০০৮
৭.১০ গাস্টি গিবন ১৮ অক্টোবর, ২০০৭[৬৪][৬৫] ১৮ এপ্রিল, ২০০৯
৮.০৪ LTS হার্ডি হ্যারন ২৪ এপ্রিল, ২০০৮[৬৬][৬৭] এপ্রিল ২০১১ এপ্রিল, ২০১৩
৮.১০ ইন্ট্রাপিড আইবেক্স ৩০ অক্টোবর, ২০০৮[৬৮] এপ্রিল, ২০১০
৯.০৪ জন্টি জ্যাকলপ ২৩ এপ্রিল, ২০০৯[৬৯][৭০] অক্টোবর ২০১০
৯.১০ কারমিক কোয়ালা[৭১] অক্টোবর, ২০০৯[৭২] এপ্রিল, ২০১১
১০.০৪ লুসিড লিংক্স [৭৩] এপ্রিল, ২০১০ [৭৪] এপ্রিল, ২০১৩ এপ্রিল, ২০১৫
১০.১০ ম্যাভরিক মিরকট[৭৫] ১০ অক্টোবর ২০১০[৭৬] এপ্রিল, ২০১২
১১.০৪ ন্যাটি ন্যারহল[৭৫] ২৮ এপ্রিল ২০১১[৭৬] অক্টোবর, ২০১২
১১.১০ অনেইরিক অসিলট ২০১১-১০-১৩ এপ্রিল, ২০১৩
১২.০৪ এলটিএস প্রিসাইস প্যাঙ্গলিন ২০১২-০৪-২৬ এপ্রিল, ২০১৭

উবুন্টুতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারে সংস্করণসমূহ
কোর ডেক্সটপ
সংস্করণ লিনাক্স কার্নেল[৭৭] X.Org Server[৭৮] / X.Org[৭৯] পাইথন[৮০] গনোম[৮১] ইউনিটি ফায়ারফক্স[৮২][৮৩][৮৪] ওপেন অফিস[৮৫] লিব্রে অফিস গিম্প[৮৬] পিজিন[৮৭]
৪.১০ ২.৬.৮ (XFree86 ৪.৩) ২.৩.৪ ২.৮ নাই ০.৯ ১.১.২ নাই ২.০.২ ১.০.০
৫.০৪ ২.৬.১০ (৬.৮.২) ২.৪.১ ২.১০ নাই ১.০.২ ১.১.৩ নাই ২.২.২ ১.১.৪
৫.১০ ২.৬.১২ (৬.৮.২) ২.৪.২ ২.১২ নাই ১.০.৭ ২.০বেটা নাই ২.২.৮ ১.৫.০
৬.০৬ ২.৬.১৫ ১.০.২ / ৭.০.০ ২.৪.৩ ২.১৪ নাই ১.৫.৩ ২.০.২ নাই ২.২.১১ ১.৫.০
৬.১০ ২.৬.১৭ ১.১.১ / ৭.১.১ ২.৪.৪ ২..১৬ নাই ২.০.০ ২.০.৪ নাই ২.২.১৩ ২.০বেটা৩
৭.০৪ ২.৬.২০ ১.২.০ / ৭.২.০ ২.৫.১ ২.১৮ নাই ২.০.৩ ২.২.০ নাই ২.২.১৩ ২.০বেটা৬
৭.১০ ২.৬.২২ ১.৩.০ / ৭.২.৫ ২.৫.১ ২.২০ নাই ২.০.৬ ২.৩.০ নাই ২.৪.০আরসি৩ ২.২.১
৮.০৪ ২.৬.২৪ ১.৪.১ / ৭.৩ ২.৫.২ ২.২২ নাই ৩.০বেটা৫ ২.৪.০ নাই ২.৪.৫ ২.৪.১
৮.১০ ২.৬.২৭ ১.৫.২ / ৭.৪ ২.৫.২ ২.২৪ নাই ৩.০.৩ ২.৪.১ নাই ২.৬.১ ২.৫.২
৯.০৪ ২.৬.২৮ ১.৬.০ / ৭.৪ ২.৬.২ ২.২৬ নাই ৩.০.৮ ৩.০.১ নাই ২.৬.৬ ২.৫.৫
৯.১০ ২.৬.৩১ ১.৬.৪ / ৭.৪ ২.৬.৩ ২.২৮ নাই ৩.৫.৩ ৩.১.১ নাই ২.৬.৭ ২.৬.২[৮৮]
১০.০৪ ২.৬.৩২ (DRM from 2.6.33[৮৯]) ১.৭.৬ / ৭.৫ ২.৬.৫ ২.৩০ নাই ৩.৬.৩ ৩.২.০ নাই ২.৬.৮ ২.৬.৬
১০.১০ ২.৬.৩৫[৯০] ১.৮.২ / ৭.৫ ২.৭ ২.৩১[৯১] নাই ৩.৬.৮ ৩.২.১ ২.৬.১০ ২.৭.৩
১১.০৪ 2.6.38 ১.১০.১ / ৭.৬ ২.৭.১ ২.৩২.১ ৪.০ নাই ৩.৩.২ ২.৬.১১ ২.৭.১১
১১.১০ ৩.০ ১.১০.৪ / ৭.৬ ২.৭.২ ৩.২ ৪.২ ৭ নাই ৩.৪.৩ ২.৬.১১ ২.১০
১২.০৪ ৩.২ ১.১১ / ৭.৬ ৩.২.২ ৩.২.১ ৫.১০ ১১ নাই ৩.৫.২ ২.৭.৩ ২.১০
x.y** - চিহ্নিত সংস্করণসমূহ আলফা অথবা বেটা পর্যায়ে রয়েছে
ভিন্ন ব্যাকগ্রাউন্ড চিহ্নিত সফটওয়্যার সমূহ উবুন্টুর ডিফল্ট অ্যাপলিকেশন নয়
[সম্পাদনা]প্যাকেজ শ্রেণীবিভাগ এবং সমর্থন

উবুন্টু সিডি
উবুন্টুর সফটওয়্য়ার সমূহে চারটি আলাদা ভাগে ভার করা হয়েছে। সফটওয়্যার সমূহের লাইসেন্স এবং ব্যবহার পরবর্তী সহায়তার উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।[৯২] এমন কিছু সফটওয়্যার রয়েছে যেগুলির আপডেট সমূহ ক্যানোনিকাল নয় বরং কমিউনিটির সদস্যরা প্রদান করে থাকে।
ফ্রি সফ্টওয়্যার নন-ফ্রি সফ্টওয়্যার
supported Main Restricted
unsupported Universe Multiverse
ফ্রি সফটওয়্যার সমূহের মধ্যে রয়েছে সেই সকল সফটওয়্যার যেগুলির সাথে উবুন্টু লাইসেন্সের মিল রয়েছে।[৯৩] ডেবিয়ান ফ্রি সফটওয়্যার নীতিমালার সাথে এই লাইসেন্সের বিশেষ সামঞ্জস্য রয়েছে। ফন্টের ক্ষেত্রে এই নিয়মের কিছুটা ব্যাতিক্রম রয়েছে।[৯২]
মুক্ত নয় এমন সফটওয়্যার ব্যবহারে সাধারণ ভাবে সহায়তা করা হয় না(Multiverse) তবে, গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যারের(Restricted) ক্ষেত্রে এই নিয়মটি কিছুটা পরিবর্তন করে হয়। সহযোগিতা করা হয় কিন্তু মুক্ত নয় এমন সফটওয়্যার রয়েছে মূলত বিভিন্ন হার্ডওয়্যার ড্রাইভার। এমন কিছু গ্রাফিক্সকার্ড ড্রাইভার রয়েছে যেগুলি কেবলমাত্র বাইনারি ফাইল পাওয়া যায়। মূল তালিকার বাইরের রেসট্রিকটেড ক্যাটেগরীর সফটওয়্যার সমূহ ব্যবহারে আরও কম সহায়তা করা হয়। কারণ ডেভলপারগন সফটওয়্যারের সোর্সকোড সম্পাদনার সুযোগ পান না। লিনাক্সের সাধারণ কাজসমূহ সম্পন্ন করার জন্য যে ধরনের সফটওয়্যারগুলি প্রয়োজন প্রায় সবই প্রধান এবং রেসট্রিকটেড সফটওয়্যারের তালিকায় রাখার চেষ্টা করা হয়। কোন নির্দিষ্ট কাজ করার জন্য বিকল্প সফটওয়্যার সমূহ সাধারণভাবে উইনিভার্স এবং মাল্টিভার্স তালিকাতে থাকে। তবে অনেক ক্ষেত্রেই এই রীতির ব্যতিক্রম লক্ষ্য করা যায়।
আপডেট(-updates) রিপোজিটরীতে বর্তমানে প্রকাশিত উবুন্টুর কোন পূর্ণাঙ্গ সংস্করণের উপযোগী আপডেট সমূহ সংরক্ষণ করে থাকে এবং সাধারণত আপডেট ম্যানেজারের মাধ্যমে এগুলি ইনস্টল করা হয়ে থাকে। প্রতিটি সংস্করণেরই আলাদা আপডেট রিপোজিটরী থাকে। প্রধান এবং রেসট্রিকটেড রিপোজিটরীর সফটওয়্যার সমূহের আপডেট তৈরীতে ক্যানোনিকাল লিমিটেড এবং ইউনিভার্স এবং মাল্টিভার্স প্যাকেজসমূহ তৈরী করতে সহায়তা করে কমিউনিটির সদস্যরা। আপডেট সংস্করণ প্রকাশ করার জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট সংযোজন করতে হয় এবং সকলের জন্য প্রকাশের পূর্বে প্রস্তাবিত(-proposed) রিপোজিটরীর নীতিমালার মাধ্যমে প্রমাণিত হতে হয়।[৯৪] যে সময় পর্যন্ত উবুন্টুর কোন নির্দিষ্ট সংস্করণ ব্যবহারে সহায়তা করা হয় সেই শেষ সময় পর্যন্ত নতুন আপডেট প্রকাশ করা হতে পারে।
[সম্পাদনা]বিভিন্ন ধরণ

কুবুন্টু উবুন্টুর একটি অবরোহী, যা কেডিই এর উপর ভিত্তি করে তৈরি

সুপার অপারেটিং সিস্টেম

জুবুন্টু ডেস্কটপ Xfce এর উপর ভিত্তি করে তৈরী
বর্তমানে উবুন্টু ভিত্তিক একাধিক ডিস্ট্রিবিউশন প্রচলিত রয়েছে। এর কোন কোনটি উবুন্টু সমর্থিত এবং কোনটি নয়। উবুন্টু ভিত্তিক এই সকল ডিস্ট্রিবিউশনে এমন কিছু প্যাকেজ অন্তর্ভুক্ত করা থাকে যেগুলির মাধ্যমে মূল উবুন্টুর সথে পার্থক্য বুজতে পারা যায়।
অফিসিয়াল ভাবে সমর্থিত ডিস্ট্রিবিউশন সমূহ প্যাকেজসমূহ আপডেট এবং নতুন করে ইনস্টল করার জন্য উবুন্টু রিপোজিটরী ব্যবহার করে। এর ফলে একটি সংস্করনের সফটওয়্যার অন্যটতে ব্যবহার করা যায়।
ক্যানোনিকাল থেকে সম্পূর্ণরূপে সমর্থন দেয়া হয় এমন ডিস্ট্রিবিউশনসমূহ হল[১৪]:
কুবুন্টু, ডেক্সটপ এনভাইরনমেন্ট হিসাবে গনোম এর পরিবর্তে কেডিই ব্যবহার করা হয়েছে।
এডুবুন্টু, গনোম ভিত্তিক একটি উবুন্টুর সহ প্রকল্প, মূল সংস্করণের সাথে অতিরিক্ত কিছু প্রোগ্রাম ব্যবহার করে এটি তৈরি করা হয়। মূলত এটি স্কুল এবং সাধারণ ব্যবহারকরীদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।[৯৫]
উবুন্টু সার্ভার সংস্করণ, ডেস্কটপ পরিবেশের উপর ভিত্তি করে এবং কম শক্তিশালী কম্পিউটারের কথা চিন্তা করে তৈরি হয়েছে।।
উবুন্টু জিওএস(JeOS), ভার্চুয়াল অ্যাপলিকেশন চালানোর উপোগী ডিস্ট্রিবিউশন।[৯৬][৯৭]
উবুন্টু স্টুডিও, পেশাদার মানের ভিডিও এবং অডিও সম্পাদনার উপযোগী একটি ডিস্ট্রিবিউশন। এই ধরনের কাজ করার জন্য এখানে উন্নতমানের বেশ কিছু ফ্রি সম্পাদনা সফটওয়্যার দেয়া থাকে। এটি ডিভিডি আইএসও ফাইল হিসাবে ডাউনলোড করতে হয় যেখানে উবুন্টুর অন্যান্য সংস্করণ সমূহ সিডি থেকেই ব্যবহার করা যায়।
ক্যানোনিকালের অর্থয়নে পরিচালিত ডিস্ট্রিবিউশনসমূহ[৯৮]:
যুবুন্টু, একটি "lightweight" ডিস্ট্রিবিউশন যেখানে গনোম এর পরিবর্তে এক্সএফসিই ডেক্সটপ এনভাইরনমেন্ট ব্যবহার করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুব ভালো মানের হার্ডওয়্যার যুক্ত করা নেই এমন কম্পিউটারে খুব ভালোভাবে চলতে পারে। মূলত এখানে ব্যবহৃত উইন্ডো ম্যানেজার এই কাজটি করতে বিশেষভাবে সহায়তা করে।[৯৯]
লুবুন্টু, এখনে এলএক্সডিই ডেক্সটপ এনভাইরনমেন্ট ব্যবহার করা হয়। খুব সাধারন মানের কম্পিউটার যেখানে কেবলমাত্র ১২৮ মেগাবাইট(১২৮ × ১০২৪২ বাইট) মেমরী রয়েছে সেখানে এটি চালানো যাবে।[১০০] এটি যুবুন্টু থেকেও "lightweight" ডিস্ট্রিবিউশন, মূলত এখানে ব্যবহৃত ডিফল্ট অ্যাপলিকেশন নির্বাচনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা হয়েছে।
উবুন্টু এমইডি সংস্করণ, (বর্তমানে প্রকল্পটি বন্ধ আছে), মোবাইল ইন্টারনের ডিভাইসের উপযৌগী করে তৈরী।[১০১]
উবুন্টু নেটবুক সংস্করণ, (উবুন্টু নেটবুক রিমিক্স নামে পরিচিত)[১০২][১০৩] নেটবুক কম্পিউটারের উপোগী করে তৈরী।
উবুন্টু লাইট, খুব দ্রুত চালু হতে পারে এমন একটি সংস্করণ।[১০৪]
উপরে উল্লেখিত এই সংস্করণগুলি ছাড়াও আরও বেশ কিছু উবুন্টু ভিত্তিক সংস্করণ রয়েছে। স্থানীয় ভাষার উবুন্টু, নির্দিষ্ট কাজের উপযোগী করে তৈরি করা বিশেষ সংস্করণ ছাড়াও আরও বিভিন্ন ধরনের উবুন্টু ভিত্তিক সংস্করণ রয়েছে। উদাহারণ হিসাবে মিথবুন্টুর কথা বলা যেতে পারে। যেটি উবুন্টু এবং মিথটিভির সমন্বয়ে তৈরি করা হয়েছে। টিভি অনুষ্ঠান সমূহ ধারণ করা এবং একটি মিডিয়া সেন্টার হিসাবে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।
[সম্পাদনা]উন্নয়ন

উবুন্টু ডেভেলপার সামিটের গ্রুপ ছবি
উবুন্টু ডেভেলপার সামিট বা ইউডিএস (UDS) হচ্ছে উবুন্টুর সফটয়্যার ডেভেলপারদের মিলনস্থল, যা উবুন্টুর নতুন একটি সংস্করণ মুক্তির আগে অাগে অনুষ্ঠিত হয়।[১০৫]
নতুন একটি উন্নয়ন চক্র শুরুর আগে বিশ্বের বিভিন্ন স্থান থেকে উবুন্টু ডেভেলপাররা একত্রিত হন। সামিটে তাঁরা উবুন্টুর পরবর্তী সংস্করণের চাহিদা, ডিজাইন, প্রস্তাবিত ফিচার ও অন্যান্য বিষয় নিয়ে সরাসরি আলোচনা করেন। সম্মেলনটি জনসারণের জন্য উন্মুক্ত হলেও, এটি কোনো সম্মেলন, প্রদর্শনী বা দর্শক-আকৃষ্টকারী কার্যক্রম নয়। বরং এটি হচ্ছে মূলত অনলাইনে পরস্পরের সাথে কাজ করা উবুন্টু ডেভেলপারদের জন্য কোনো সুনির্দিষ্ট বিষয়ে সরাসরি কাজ করার একটি সুযোগ।
[সম্পাদনা]সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ

উবুন্টু ডেক্সটপ সংস্করণ বর্তমানে ইন্টেল এক্স৮৬, এএমডি৬৪, এবং এআরএম[১০৬] নির্মাণ কৌশল সমর্থন করে। এছাড়াও কিছু কিছু সার্ভার সংস্করণ SPARC নির্মান কৌশলও[১০৭][১০৮] সমর্থন করে। এছাড়া PowerPC,[১০৯] IA-64 (Itanium) এবং PlayStation 3 নির্মান কৌশলে সঠিকভাবে কাজ করলেও এগুলি প্রাতিষ্ঠানিকভাবে সমর্থন করা হয় না।
উবুন্টু ডেক্সটপ সংস্করণ ইনস্টল করার জন্য নূন্যতম যে "সিস্টেমের প্রয়োজনীয় উপাদান " দরকার হবে তা হল; ৩০০ মেগা হার্জ এক্স৮৬ প্রসেসর, ২৫৬ মেগা বাইট রেম, ৪ গিগা বাইট হার্ডডিস্কের খালি জায়গা [১১০] এবং এমন একটি ভিডিও কার্ড ৬৪০x৪৮০ রিসোলিউশন ভিজিএ সমর্থন করে। তবে সুপারিশকৃত সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ হল ৭০০ মেগা হার্জ এক্স৮৬ প্রসেসর, ৩৮৪ মেগা বাইট রেম, ৮ গিগা বাইট হার্ডডিস্কের খালি জায়গা [১১০]এবং এমন একটি ভিডিও কার্ড ১০২৪x৭৬৮ রিসোলিউশন ভিজিএ সমর্থন করে। উবুন্টু সার্ভার সংস্করণ ইনস্টল করার জন্য নূন্যতম প্রয়োজন ৩০০ মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪ মেগাবাইর রেম[১১১] এবং ৬৪০x৪৮০ রিসোলিউশন সমর্থন করে এমন ভিডিও কার্ড। যে সকল কম্পিউটারে নূন্যতম সুপারিশকৃত সিস্টেমের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ পূরণ করবে না, সেই সব কম্পিউটারে জুবুন্টু ব্যবহার করা যেতে পারে যেটি Xfce[১১২] এর উওর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ডেক্সটপ এবং ল্যাপটপ[১১৩] সার্ভার[১১৩]
প্রয়োজন সুপারিশকৃত
প্রসেসর ৩০০ মেগাহার্জ (এক্স৮৬) ৭০০ মেগাহার্জ (এক্স৮৬) ৩০০ মেগাহার্জ (এক্স৮৬)
মেমরী ২৫৬ মেগাবাইট ৩৮৪ মেগাবাইট ৬৪ মেগাবাইট[১১১]
হার্ড ডিস্ক ড্রাইভ ৪ গিগাবাইট[১১০] ৮ গিগাবাইট[১১০] ৫০০ মেগাবাইট[১১১]
ভিডিও কার্ড ভিজিএ @ ৬৪০x৪৮০ ভিজিএ @ ১০২৪x৭৬৮ ভিজিএ @ ৬৪০x৪৮০
টীকা: ডেক্সটপ ভিজ্যুয়াল এফেক্ট সমূহ ব্যবহার করার জন্য একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট প্রয়োজন।
- কম্পিজ এফেক্ট ব্যবহার করা যাবে